স্মার্ট কার্ড প্রদান করায় মেহেরপুরের গাংনী উপজেলায় অপ্রয়োজনীয় হয়ে পড়ে অন্তত দেড়লাখ পেপার লেমিনেডেট এনআইডি কার্ড। জাতীয় নির্বাচন কমিশনের আদেশে পুড়িয়ে ফেলা হয়েছে অপ্রয়োজনীয় ওই কার্ডগুলি ।
জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এগুলো পোড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন উপজেলা নির্বাচন অফিস। সে অনুযায়ি বৃহষ্পতিবার বিকেলে একটি কমিটি গঠন সাপেক্ষে উপজেলা চত্ত্বরে এনআইডি কার্ড পোড়ানো হয়।
গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ি স্মাট কার্ড প্রদান করার পর পেপার লেমিনেটেড আইডি কার্ড জমা রাখা হয়। এগুলোর ভবিষ্যত নির্ধারণীর জন্য জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেয়ার পর আইডি কার্ডগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত দিয়ে চিঠি দেন।
সে অনুযায়ি একটি কমিটি গঠণ সাপেক্ষে এগুলো পোড়ানো হয়। তিনি আরো বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের দেড় লাখ মানুষের স্মার্টকার্ড প্রদান করা হয়। নিয়মানুযায়ী লেমিনেটেড এনআইডি কার্ড জমা রাখা হয়েছিল। সেগুলি মানুষের আর প্রয়োজন নেই তাই এগুলি জ্বালিয়ে দেয়া হলো।
কমিটির সদস্যরা হলেন- উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা বন বিভাগ ও গাংনী থানা। ৫সদস্য কমিটির উপস্থিতিতে আগুনে জ্বালিয়ে অপ্রয়োজনীয় এনআইডি কার্ড ধ্বংস করা হয়।