গাঁজা সেবন ও রাখার অভিযোগে মিলন হোসেন (২৮) নামের এক প্রবাস ফেরতকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ রবিবার (৯ অক্টোবর) দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম তাকে এই কারাদন্ডাদেশ দেন।
মিলন হোসেন গাংনী উপজেলার তেরাইল বাজারপাড়া এলাকার দলিম উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় দোষী সাবস্থ হওয়ায় মিলন হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এর আগে সকালের দিকে সীমান্তবর্তি তেঁতুলবাড়িয়া সীমান্ত থেকে ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের একটি টহল দল গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে তোকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমমান আদালতে নিলে তাকে এই কারাদন্ড দেন তিনি।