প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রী ও মায়ের সাথে অভিমান করে যুবক ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তারা হলেন, গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের কলিম উদ্দীনের মেয়ে লিমা খাতুন (১৮) ও একই উপজেলার কাজিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে রবিন (২০)।
লিমা খাতুন সকালের দিকে ও রবিন দুপুরের দিকে ঘুমের বড়ি খান। তাদের দুজনকেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে লিমা খাতুনের বান্ধবী বলেন, প্রেমে ব্যর্থ হয়ে লিমা খাতুন ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা চেষ্টা চালায়। মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে রবিন তার মায়ের সাথে গতরাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে অভিমান করে আজ মঙ্গলবার দুপুরের দিকে এলার্জির বড়ি সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সোহাগ আহম্মেদ বলেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।