মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশীপাড়া গ্রাম থেকে তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ৩৭ বোতল ফেনসিডিল। তাদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার আফসার আলীর ছেলে হাসান আলী(২৪), পলাশীপাড়ার মকবুল হোসেনের ছেলে শওকত(৪৫) ও মোহনের ছেলে রুবেল(২৬)
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক পাচারকারী। এরা বিক্রির জন্য ফেনসিডিল মজুদ করেছে মর্মে সংবাদ পেয়ে এসআই রাজ্জাক, এএসআই মামুনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় দুটি ব্যাগে ৩৭ বোতল ফেনসিডিল পাওয়া গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।