গাংনীর একটি ফেসবুক অনলাইন পেইজে অপপ্রচারমুলক বিভ্রান্তি সংক্রান্ত তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাংনীর কামারখালী গ্রামের মোঃ বিপ্লব খান। বুধবার বিকেলে গাংনী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লব খান।
লিখিত বক্তব্যে জানান, গ্রামের বেল্লাল খন্দকার গংদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন। বিরোধপুর্ণ জমি বেল্লাল ও তার লোকজন গত ১৬ অক্টোবর জোরপুর্বক দখল করতে যায়। বিষয়টি পুলিশ বাহিনীকে অবহিত করলে পুলিশ উভয় পক্ষকে থানায় উপস্থিত হবার জন্য বলে। কিন্তু প্রতিপক্ষ বেল্লাল গং থানায় উপস্থিত হয় নাই।
উপরন্ত ১৭ অক্টোবর ‘গাংনীর চোখ’ নামের একটি ফেসবুক পেইজে অনলাইনে আওয়ামী লীগের অফিস ভাংচুর ও সংঘর্ষের কথা তুলে ধরে অপপ্রচার করে। আদৌ কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
বরং বেল্লাল গং অন্যের জমি জোর দখল করার জন্য ও রাজনৈতিক ফায়দা লুটার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গিয়ে তা আবার রাতের আধারে ছিড়ে আমাদের মাথায় দোষ চাপানোর পায়তারা করছে। যা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার সামিল।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গ্রামের ছোট ছোট বিষয়গুলি কিছু স্বার্থন্বেসীমহল ফেসবুকের মাধ্যমে অপপ্রচার করে গ্রামের শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃক্তবোধ নষ্ট করতে চাইছে।
এমনকি উষ্কানিমূলক এমন প্রচারে গ্রামের সাধারন মানুষ উদ্বুদ্ধ হয়ে রক্তক্ষয়ি সংঘর্ষের মত ঘটনা ঘটাতে পারে। যার দায়ভার অপপ্রচারকারীদের বহন করতে হতে পারে বলেও জানান তারা।
ওই বসত ভিটায় কোন অফিস ছিল না। প্রতিপক্ষ আমাদেরকে ফাঁসাপনোর জন্য মিথ্যা তথ্য প্রকাশ করে সামাজিক ভাবে মানক্ষুণ্য করার পায়তারা করছে।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাংবাদিকগণ ছাড়াও কামারখালী গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।