আজ মে দিবস। মে দিবসের প্রথম প্রহরেই নির্মাণাধীন ঘরের ছাদ থেকে প্লেনশীট নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন লাল্টু হোসেন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক।
নিহত লাল্টু হোসেন গাংনী উপজেলা মহিলা কলেজপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সে পেশায় একজন গাড়ি চালক। তবে মাঝে মাঝে নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করেন। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শরা জানান, গাংনী ঈদগাহপাড়া এলাকায় জাকির হোসেনের নির্মাণাধীন বাড়ির ছাদের উপর থেকে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন লাল্টু হোসেন।
এসময় তিনি নির্মাণ কাজে ব্যবহৃতে একটি প্লেনশীট ছাদের উপর থেকে নিচে নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের উপর থেকে নিচে পড়ে রক্তাক্ত জখম হন।
সেখান থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাল্টু হোসেন মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন গাংনী শাখার লাইন সম্পাদক মোহা: ঠান্ডু হোসেনের ছোট ভাই।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।