বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে গাংনী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানের ৪৫ তম শাহাদত বার্ষিকি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ৮ টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে একটি শোক র্যালী রেজাউল চত্বর থেকে গাংনী অডিটরিয়ামে এসে শেষ হয়।
অডিটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, বামুন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাসসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকার ৯ টার দিকে গাংনী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম, এ খালেক।
এ সময় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবুদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুর রহমান, গাংনী পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী প্রমুখ।
অন্যদিকে গাংনী পৌর আওয়ামীলীগের উদ্যোগে গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও শোক পতাকা উত্তোলন,দোয়া মোনাজাত,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলার বিভিন্ন এনজিও অফিস,ক্লাব,ব্যাবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শোকদিবসের পতাকা উত্তোলন করা হয়েছে।