গাংনীর বামন্দীতে অভিযান চালিয়ে মোটরসাইকেলের বৈধকাগপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২১ টি গাড়ি জব্দ করেছে মেহেরপুর ট্রাফিক বিভাগ।
আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বামন্দী পুলিশ ক্যাম্পের সড়কসহ বিভিন্ন স্থানে গাড়ি গুলো জব্দ করে বামন্দী পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুকুল হোসেন জানান, সম্প্রতি মেহেরপুর জেলাজুড়ে মোটরসাইকেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। অনেকে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে গাংনী উপজেলার বামন্দী পুলিশ ক্যাম্পের সামনে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে।
এসময় সড়কে চলাচলকৃত মোটরসাইকেল চালকদের থামিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স আছে কিনা পরিক্ষা করা হয়। এর মধ্যে ২১টি মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা দেওয়া হয়েছে। মামলার টাকা পরিশোধ এবং অনটেস্ট মোটরসাইকেলের বৈধ কাগজপত্রের টাকা জমা দিয়ে গাড়ি গুলো বামন্দী পুলিশ ক্যাম্প থেকে নেওয়ার জন্য আটককৃত গাড়ির মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।