গাংনী উপজেলা শহরের ব্যবসায়ী আনোয়ার হোসেন ওরফে রবিনের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামী আদালতে আত্মসম্পর্ণ করেছেন।
এরা হলেন গাংনী উপজেলা শহরের থানাপাড়া এলাকার মৃতু ইব্রাহিম জোয়ার্দ্দারের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব (২৫) সাইদুল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে সাগর হোসেন (১৯) ও ৯ নং ওয়ার্ডের মনিরুল ইসলাম মনির ছেলে রকি হোসেন (৪০)।
বুধবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল বেলা সোয়া ১ টার দিকে এসব আসামীরা গাংনী মাদ্রাসা মার্কেটের বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন ওরফে রবিনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে রবিনের মাথায় আঘাঁত লাগে। এছাড়া শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়। স্থানীয়রা আনোয়ার হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনায় রবিনের বড় ভাই জুবায়ের হোসেন উজ্জল বাদী হয়ে গাংনী থানায় এসব আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গাংনী বাজারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
বাজার কমিটির পক্ষ থেকে হামলাকারীদের আটকের ব্যাপারে প্রশাসনকে আল্টিমেটাম দেন। পুলিশ তাদের আটকে ব্যাপক তৎপরতা চালালে অবশেষে আসামীরা আদালতে আত্মসম্পর্ণ করেন।
গত ১০ এপ্রিল গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে গোলযোগের মধ্যে হাবিবুর রহমানের বড় ভাই সাবেক সেনা সদস্য মহিবুল ইসলামকে গণপিটুনি দিয়েছিলো প্রতিপক্ষরা। এঘটনার জের ধরেই প্রতিশোধ নিতে ব্যবসায়ী আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন তারা।