মেহেরপুরের গাংনীতে ব্র্যাক পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
আজ বুধবার (১২ জুন) দুপুরে গাংনীর ধানখোলা ইউনিয়নের কসবা এলাকায় ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচীর কমিউনিটি পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে একটি সচেতনতামূলক উঠান বৈঠক পরিদর্শন করেন তিনি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ব্র্যাকের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংস্থার উন্নয়ন কার্যক্রমের বিষয়ে অবগত হন।
এ সময় তিনি উঠান বৈঠক উপস্থিত সকলকে যক্ষা রোগ নির্নয়, স্বাস্থ্য-পুষ্টি সহ অন্যান্য বিষয়ে সচেতনতামূলক বার্তা দেন। এ ক্ষেত্রে তিনি সরাসরি বা ব্র্যাকের মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য সকলকে বলেন।
এরপরে তিনি ব্র্যাকের কৃত্তিম প্রজনন কর্মসূচীর আওতায় প্রজননকৃত একটি বাছুর পরিদর্শন করেন ও খামারীর সাথে কথা বলেন।
পরিদর্শনকালে ব্র্যাক রেগুলেটরি এফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুপ্রভা রানী, ব্রাক জেলা সমন্বয়ক (বিডিসি) শেখ মনিরুল হুদা, টিবি কনট্রোল প্রোগ্রামের পিও মো: আক্তার হোসেন, ব্র্যাক মাইক্রোফাইনান্স এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ আবিদ হোসেন, টিবি কনট্রোল প্রোগ্রামের মাঠকর্মী তুহিন শেখ, ব্যবস্থাপক (মাইক্রোফাইনান্স-বিসিইউপি) প্রকাশ কুমার প্রমূখ উপস্থিত ছিলেন।