মেহেরপুরের গাংনীর নওপাড়া বাজারে ইঁটভাটায় মাটি বহনকারি ট্রাক্টরের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) নামের এক ইউপি সদস্য আহত হয়েছেন। আহত নজরুল ইসলাম ভাটপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য।
শুক্রবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, বেলা ১১ টার দিকে নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে কুলবাড়িয়া থেকে বাড়ি ফিরছিলেন। নওপাড়া বাজারে পৌছানো মাত্রই মাটি ভর্তি একটি ট্রাক্টর তাকে পিছন থেকে ধাকা দেয়।
এসময় মোটরসাইকেলসহ নজরুল ইসলাম রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন জরুরী বিভাগের চিকিৎসক।
স্থানীয়রা আরো জানায় মাটিবহনকারি ট্রাক্টরটি বেশ কয়েকদিন যাবত কুলবাড়িয়ার মা ইট ভাটায় মাটি বহন করছেন। লাইসেন্স বিহীন অদক্ষ চালক দিয়ে ভাটা মালিক ইট ও মাটি বহন করায় এলাকার মানুষ চরম আতংকের মধ্যে রয়েছে।
অবাধে অবৈধ ট্রলি ও ট্রাক্টরের দাপটে অতিষ্ট এলাকাবাসী ও পথচারিরা। কোন প্রকার পদক্ষেপ না নেয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ে হতাহত হচ্ছে মানুষ। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার বিষয়ে শুনেছি। আমার থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।