লাশ দাফনে অংশ নিতে যাওয়ার পথে ওমর আলী (৭০) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহত ওমর আলীর বড় ছেলে নজরুল ইসলাম (৫০)। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় শানঘাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলাম জানান, তারা পিতা পুত্র দু’জন মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার আসমানখালী গ্রামে একটি দাফন কাজে অংশ গ্রহন করতে যাচ্ছিলেন। শানঘাট বাজারে পৌছালে ইট বোঝাই ট্রলিকে সাইড দিতে তারা দু’জনই ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষনা করেন। আহত নজরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান, দুর্ঘটনার বিষয়টি জেনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা নিজেরাই একটি গাড়িকে সাইড দিতে গিয়ে পড়ে যায়। এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।