গাংনীতে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের উপজেলা শাখার সভাপতি ও গাংনী সীমান্ত অপেরা’র সহকারী পরিচালক এবং উপজেলার গাঁড়াডোব গ্রাম আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলী আজগর (৫৮) মারা গেছেন।(ইন্নাইলাহি…… রাজিউন)।
আজ রবিবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । তিনি বেশ কিছুদিন যাবত টাইফয়েড জ্বরে ভুগছিলেন।
আলী আজগর উপজেলার গাঁড়াডোব (পোড়াপাড়া) গ্রামের মৃত আওলাদ হোসেনের মেজো ছেলে।
রবিবার বাদ জোহর গাঁড়াডোব কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে নিকটস্থ গাঁড়াডোব কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম আলী আজগর তার স্ত্রী, ২ কন্যা -জামাইসহ অসংখ্য আত্মীয় ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
আজগর আলীর মৃত্যুতে গভীর শোক জানাতে নামাজের জানাযায় উপস্থিত থেকে মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মোখলেছুর রহমান মুকুল, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারী অধ্যাপক সাইদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মহিদুল ইসলাম মুহিত, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারী হাজী শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, গাংনী যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সেক্রেটারী সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।