মেহেরপুরের গাংনী উপজেলার প্রকৃত চাষিদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম চলে।
উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।
এসময় পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবুদ্দিন আহম্মেদ, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: খলিলুর রহমান, ওসি এল এসডি মতিয়ার রহমান, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান মো: সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলায় ১৬ হাজার ৮৮ মে.টন ধান ক্রয়ের লক্ষে মোট ৭ হাজার ২’শ ৮৫জন কৃষককে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে ১ হাজার ৬’শ ৮৮জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।
-গাংনী প্রতিনিধি