মেহেরপুরের গাংনী উপজেলায় শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে তালের চারা রোপন করেছে উপজেলা কৃষি অফিস। শত শিশুর স্বহস্তে তালের চারা রোপণ কর্মসূচীর আওতায় আজ মঙ্গলবার সকালে উপজেলার চোখতোলা মাঠের রাস্তার দু’দিকে তালের চারা রোপন করা হয়। তালের চারা রোপণে অংশ নেয় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়,শেখ রাসেলের জন্ম নিকে চির স্মরনীয় করে রাখতে আমারা নিজ হাতে তালের চারা রোপণ করে নিজেকে ধন্য মনে করছি। একটি তালের গাছ বজ্রপাতের হাত থেকে অনেক মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে।
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরাইন বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শেখ রাসেলের স্মৃতি স্মরণীয় করে রাখতে ও বৃক্ষ রোপণে উৎসাহি করতে কৃষি অফিসের উদ্যোগে শিশুদের স্বহস্তে তালের চারা রোপণ করানো হলো। স্মৃতি হিসেবে স্মরণ করার পাশাপাশি শিশুরা বড় হয়ে একটিন বলতে পারবে এই গাছটি আমি রোপন করেছিলাম।
গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন বলেন, তালগাছ বজ্রপাত নিরোধক। পথচারী ও কৃষকদের প্রাণ রক্ষা সেই সাথে রাস্তার পাপশের ভূমিধ্বস ঠেকাতে তাল গাছের বিকল্প নেই। এ ছাড়াও শেখ রাসেলকে স্মরণীয় করে রাখতে এ চারা রোপণ করা হচ্ছে।
এসময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।