মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার সময় গাংনী মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে কালব এর উপজেলা শাখা সাধারণ সভার আয়োজন করে। অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সুজয় কুমার বসু,(জেলা ম্যানেজার কালব)উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, কাজিপুর কলেজের অধ্যক্ষ মোকাদ্দেসুর রহমান, টিজে কলেজ অধ্যক্ষ মাসুম উল হক মিন্টু, করমদি কলেজ অধ্যক্ষ এমদাদুল হক , বাঁশবাড়িয়া টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি বিপ্লব হোসেন ও গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ অনেকে।
বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সেক্রেটারী মনিরজ্জামান মনি। মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও কালব এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২০২০-২০২১ অর্থবছরের আয় ব্যয় তুলে ধরা হয় এবং লটারির মাধ্যমে ৬৫জন বিজয়ীকে পুরুস্কৃত করা হয়। সভায় সংগঠনের সদস্য ও সঞ্চয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।