মেহেরপুরের গাংনী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দমশ শ্রেণীর শিক্ষার্থীদের কোভিড-১৯ (ফাইজার) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের আওতায় আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত টিকাদান পর্যায়ক্রমে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ টিকাদান অব্যাহত থাকবে। উদ্বোধনী দিনে ৮টি প্রতিষ্ঠানের ১ হাজার ৬ শত ৬৫ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হচ্ছে।
লৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী, চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ৩০০ জন, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০ জন, বিডি মাধ্যমিক বিদ্যালয় ১১৫ জন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০ জন, এইচ এম এইচ ভি মাধ্যমিক বিদ্যালয় ১০০ জন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ২৫০ জন এবং সানঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদ জানান, ১২-১৭ বছরের প্রত্যেকটি শিক্ষার্থী এ (ফারজার) টিকা গ্রহণের সুযোগ পাচ্ছে। কেবলমাত্র নির্দিষ্ট তাপমাত্রার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে (ফারজার) টিকা দেয়া সম্ভব হচ্ছে না।