মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা বালি বোঝায় ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা লেগে এসবি পরিবহনের একটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এঘটনায় এসবি পরিবহনের সুপারভাইজার আজমল আলী (৪০) এর পা ভেঙ্গে গেছে। বর্তমানে সে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আজমল আলী গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে ও এসবি পরিবহনের সুপারভাইজার।
আজ শুক্রবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলায় বাঁশবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। বাসের যাত্রীরা জানিয়েছেন, বাসের চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর ফলেই এই দূর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শি বাঁশবাড়িয়া গ্রামের মুনসুর আলী জানান, ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলাম। এসময় একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে বের হয়ে দেখি এসবি গাড়ি ট্র্যাকের সাথে ধাক্কা লেগে বাসের সামনের অংশ ভেঙ্গে গেছে। বাসের ভিতরে লোকজন চিৎকার করেছে। পরে পাড়ার লোকজন এসে সুপারভাইজার কে গাড়ির ভিতর থেকে বের করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। রোগীর অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।