মেহেরপুরের গাংনী সমবায় অফিসের উদ্যোগে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) প্রকল্পের ৩য় পর্যায়ের গ্রাম উন্নয়ন সমবায়ীদের অংশগ্রহণে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন। প্রশিক্ষণ প্রদান করেন গাংনী উপজেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম।
বক্তব্য রাখেন সমবায়ীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, রাকিবুল ইসলাম টুটুল, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম নাসির, ফয়েজ, হাবিব।
প্রশিক্ষণে সহযোগিতা করেন সহকারী পরিদর্শক রুহুল কুদ্দুস, হাফিজুর রহমান ও মেহেদী হাসান প্রমূখ। গাংনী উপজেলার ২১টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ১২০ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
মেপ্র/ইএম