মেহেরপুরের গাংনীতে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্প (সিভিডিপি) এর ৩য় পর্যায়ে সমবায়ীদের অংশগ্রহণে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার গাংনী উপজেলা সমবায় অফিসের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুমে) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব শাহ আলম।
এছাড়া বক্তব্য রাখেন সমবায়ীদের মধ্যে রাকিবুল ইসলাম টুটুল, হুমায়ুন কবির রিপন, শহিদুল ইসলাম নাসির, কিরণ হোসেন, মনজিরুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান , লিপি সরকার প্রমুখ। প্রশিক্ষণে সহযোগিতা করেন সহকারী পরিদর্শক রুহুল কুদ্দুস, হাফিজুর রহমান ও মেহেদী হাসান।
গাংনী উপজেলার ২০টি সার্বিকগ্রাম সমবায় সমিতির ১২০জন সদস্য’র অংশগ্রহনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মেপ্র/আরপি