মেহেরপুরের গাংনীতে সরকারের ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম ফেজ । (এনএটিপি-২) এর আওতায় এআইএফ-২ ম্যাচিং গ্রান্ট উপ প্রকল্প থেকে সিআইজি গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি (পাওয়ার ট্রিলার) বিতরণ হয়েছে।
আজ বিকাল সাড়ে ৪ টার দিকে কৃষি অফিসের সামনে থেকে এ কৃষি যন্ত্রপাতি (পাওয়ার ট্রিলার) গুলো বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নিবার্হী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ। কৃষি যন্ত্রপাতি (পাওয়ার ট্রিলার) গুলো ৫ টি পুরুষ ও ১ টি মহিলা সিআইজি’র মাঝে বিতরণ করা হয়।
প্রত্যেকটি পাওয়ার ট্রিলার ১ লক্ষ ২৭ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। মোট মূল্যের ৭০ ভাগ অর্থাৎ ৮৮ হাজার ৯ শ’ টাকা সরকার ভর্তুকি দিয়েছে এবং সিআইজি গ্রুপের সদস্যরা কেবলমাত্র ৩০ ভাগ অর্থাৎ ৩৮ হাজার ১শ’ টাকা জমা দিয়েই পাওয়ার ট্রিলারের মালিক হতে পারছেন।
সিআইজি গ্রুপগুলো হলো: গাড়াবাড়িয়া, মটমুড়া ক্লাব পাড়া, কুমারীডাঙ্গা, চেংগাড়া ও হিন্দা পুরুষই সিআইজি এবং গাড়াডোব মিলপাড়া মহিলা সিআইজি।