করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গাংনী উপজেলা ভিত্তিক স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন বন্ধন।
শনিবার দুপুরে সংগঠনের পরিচালক আব্দুস ছামাদ সোহাগের নিদের্শনায় গাংনী প্রেসক্লাব কার্যালয়ে এ ত্রাণ বিতরন করা হয় । ত্রাণের মধ্যে রয়েছে এক মাসের জন্য চাল, ডাল, তেল, আটা ও সবজি।
সংগঠনের মডারেটর শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক মাহাবুব আলম। এসময় সংগঠনের অন্যান্য সদস্য ওয়ালিদ আল জাবের প্লাবন, আবির হামজা রবিন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের পরিচালক আব্দুস ছামাদ সোহাগ জানান, করোনার কারণে অনেক খেটে খাওয়া দুস্থ ও অসহায় লোকজন কর্মহীন হয়ে পড়ে। এ সংগঠনটি অসহায়দের পাশে এসে তাদের খাবারের ব্যবস্থা করছে। এরই ধারা বাহিকতায় এ ত্রাণ বিতরন করা হয়।