মেহেরপুরের গংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। রবিবার সকালে বামন্দী-বালিয়াঘাট সড়কের তিন রাস্তার মোড়ে মটোরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় দু’জন নিহত হলেও একজন আরহী বেঁচে যায় বলে জানা যায়।
নিহতরা হলো, গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের আকরামের ছেলে মকবুল হোসেন (২৮) ও চরগোয়াল গ্রামের আঃ আওয়ালের ছেলে আকতার। বেঁচে যাওয়া ব্যাক্তি ব্রজপুর গ্রামের আনিছের ছেলে আব্দুল বারি।
স্থানীয়রা জানান, ব্রজপুর থেকে নিহত মকবুল মটোর সাইকেলে করে তার বন্ধু আকতার ও আব্দুল বারি বামন্দীর দিকে আসছিল। গরুর হাট সংলগ্ন তিন রাস্তা মোড়ে পৌছলে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে তারা পড়ে যায়। এমন সময় ট্রাকের চাকা তাদের শরীরের উপরে উঠে চলে যায়।
তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানান, যেহেতু তাদের শরীরে দৃশ্যমান কোন ক্ষত নাই। ধারণা করা হচ্ছে ট্রাকের চাকার চাপে তাদের শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
মেপ্র / এমএফআর