মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে হিটস্ট্রোকে হাজী মোঃ আব্দুল বারী (৭০) নামের একজন মারা গেছেন। হাজী মোঃ আব্দুল বারী গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের পুকুরপাড়া এলাকার মৃতি আলম শেখের ছেলে।
গতকাল বুধবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।
আব্দুল বারীকের জামাতা আব্দুর রাজ্জাক বলেন, বাড়ির বাইরে একটু হাটাহাটি করছিলেন। প্রচন্ড রোদে শরীর খারাপ হলে বাড়িতে আসেন। পরে অসুস্থ হয়ে পড়লে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান। প্রচন্ড গরমে হিটস্ট্রোক করে মারা যান বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রেজা বলেন, সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৩৪%।
গত এক সপ্তাহ মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছেন। প্রচন্ড গরমের কারনে মানুষ ও প্রাণীকুলে নেমে এসেছে চরম অস্বস্তি।