মেহেরপুরের গাংনীতে সোলার হোম সিস্টেম বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ সব পাখা বিতরণ করা হয়।
সোলার রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের সৌজন্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পাখা বিতরণের আয়োজন করে। উপজেলার বিভিন্ন গ্রামের ৩৪২জন পরিবারের মাঝে পাখা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল ইসলাম,আ.লীগ নেতা মোখলেছুর রহমান মুকুল।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু,মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,গাংনী পৌরসভার কাউন্সিলর নবীরুদ্দীন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অন্ডাম প্রমুখ।
গাংনী প্রতিনিধি