মেহেরপুরের গাংনীতে ১৪ বোতল বেঙ্গল টাইগার মদসহ সাচ্চু হোসেন ওরফে মাসুদ রানা (৩০) নামেক এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে।
আটককৃত সাচ্চু কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের পূর্বপাড়ার কাবিল হোসেনের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু,এএসআই হেলাল উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৪ বোতল বেঙ্গল টাইগার মদসহ সাচ্চু হোসেনকে আটক করে।
আটককৃত সাচ্চু হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আরো জানান, আটককৃত বেঙ্গল টাইগার মদ এর ওজন ০৮:৪০লিটার। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা বিচারাধীন আছে।