ইবি’র কৃতি ছাত্র ও গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের নাহিদুজ্জামান প্রধানমন্ত্রী স্বর্ণ পদক প্রাপ্তির তালিকায় মনোনীত হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যায়নরত নাহিদুজ্জামান নাহিদ ২০২১ সালের ফলাফলের ভিত্ত্বিতে ব্যাবসায় প্রশাসন অনুষদ থেকে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় প্রধানমন্ত্রী স্বর্ণ পদক প্রাপ্তির তালিকায় মনোনীত হন তিনি।
কৃতি ছাত্র নাহিদুজ্জামান গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের ছেলে।
নাহিদুজ্জামান গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনী এরপর চেংগাড়া সিএফএম মাধ্যমিত বিদ্যালয়ে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়া লেখা করেন। পরে গাংনী হাইস্কুল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও কুষ্টিয়া সরকারী কলেজ থেকে আইএ পাশ করে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
এদিকে নাহিদুজ্জামান প্রধানমন্ত্রী স্বর্ণ পদক প্রাপ্তির তালিকায় মনোনীত হওয়ায় এলাকার মানুষ গর্বিত হয়েছেন। তার প্রাক্তন শিক্ষক চেংগাড়া সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল বলেন, নাহিদুজ্জামান ছোট বেলা থেকে্ই মেধাবী ছাত্র। সে নম্র ভদ্র ও বিনয়ী হওয়ায় সকলের প্রিয় ছিল। তার সাফল্য কামনা করেছেন তিনি।