মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুুকুরিয়ায় রাস্তায় মাটি ফেলে যান বাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি ও পথচারিদের দুর্ভোগ সৃষ্টি করার অপরাধে সত্যেন্দ্রনাথ নামের এক মাটি ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাত ৮টার সময় জোড়পুকুরিয়া মহেশপুর রাস্তায় অভিযান পরিচালনা করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ম্যেসুমী খানম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সত্যেন্দ্রনাথ জোড়পুকুরিয়া গ্রামের হরেন্দ্রনাথ এর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, জোড়পুকুরিয়া গ্রামের সত্যেন্দ্রনাথ মাটি বহন করে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরী করে আসছিল। এছাড়াও কয়েকদিনের গুড়িগুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে পথচারিদের দুর্ভোগ সৃষ্টি হয়। এমন অভিযোগে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক ও পরিবহন আইনে মাটি ব্যবসায়ী সত্যেন্দ্রনাথকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং রাস্তায় যান চলাচলসহ পথচারিদের দুর্ভোগ হয় এমন কিছু না করতে এলাকাবাসীকে সচেতন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে গাংনী থানা পুলিশের একটি টীম সহযোগীতা করেন।