মেহেরপুরের গাংনী উপজেলার ২নং তেঁতুলবাড়িয়া ইউনিয়নে নৌকা মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আল মামুনের নির্বাচনী (অস্থায়ী) অফিসে অগ্নী সংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় নির্বাচনী পোস্টার,ব্যানার,চেয়ার পুড়ে গেছে।
বুধবার গভির রাতের কোনো এক সময় কল্যাণপুর মন্ডল পাড়ায় নির্বাচনী অফিসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা । স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে। নির্বাচনী অফিসে আগ্নীকান্ডের ঘটনায় ওই এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই নৌকার পোস্টার,ব্যানার ও বেশ কয়েকটি চেয়ার পুড়ে যায়।
নৌকা মনোনীত প্রার্থী আল মামুন বলেন, জনপ্রিয়তায় আমার বিজয় নিশ্চিত জেনে আমান নির্বাচনী কর্মিদের ভয়ভীতি দেখানোর জন্য আগুন দিয়েছে নির্বাচনী অফিসে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) বজলুর রহমান বলেন, এবিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।
উল্লেখ্যঃ সোমবার দিনগত রাতে সাহারবাটি ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী মশিউর রহমানের নির্বাচনী দুটি অফিসে অগ্নী সংযোগ করে দুর্র্বৃত্তরা। এঘটনায় গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করেন মশিউর রহমান।