৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের সেবা প্রত্যাশীদের ডিজিটাল সেন্টারের প্রায় ১৫০টি সেবা (সরকারি ফিস ব্যাতীত) বিনামুল্যে প্রদান করা হবে।
সপ্তাহব্যাপী বিনামুল্যে ডিজিটাল সেবা প্রদান করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নানা প্রস্তুতি গ্রহন করেছেন। ১১ নভেম্বর ২০১৯ ইং থেকে শুরু হবে সেবা প্রদান কাজ।
ইউপি কার্যালয়ের ইউডিসি রাইহান এ তথ্য নিশ্চিত করে জানান, শুধুমাত্র সরকারি নির্ধারিত সেবা মুল্য নেয়া হবে। সে ক্ষেত্রে ডিজিটাল সেবা প্রানকারীকে কোন পারিশ্রমিক প্রদান করতে হবেনা।
এব্যাপারে ৭নং সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, জন্ম সনদ আবেদন,জমির পর্চা আবেদন,পাসপোর্টের আবেদন,বিভিন্ন প্রত্যয়নসহ মোট ১৫০ টি সেবা প্রদান করা হয় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনস্থ ইউনিয়ন পরিষদ থেকে। সেখানে সরকারি মুল্যে সপ্তাহ ব্যাপী সেবা দেয়া হবে। এতে ইউনিয়নবাসী বহুলাংশে উপকৃত হবে।
১১ নভেম্বর সাহারবাটি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা’র ৯ম বর্ষপুর্তী পালন করা হয়।
-গাংনী প্রতিনিধি