কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে এসডিজি ইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদ ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে সোমবার (২৪জানুয়ারী) বেলা ১১টার সময় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের মেয়াদ ২০২২ সালের জানুয়ারী থেকে আগামী ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
সাহারবাটি ইউনিয়ন পরিষদের পক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর পক্ষে সংস্থার গাংনী এলাকা সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন এই সমঝোতা স্বাক্ষরে সই করেন।
সাহারবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেনন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন। এসময় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল সদস্যগণ উপস্থিত ছিলেন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সহসভাপতি ও নারী নেত্রী মোছাঃ সুমাইয়া আক্তার নিশি, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিনসহ অন্যান্য সদস্য বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম উন্নয়ন টিম (ভিডিটির) সভাপতি, সহস-ভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, কার্যকরী সদস্য, নারী নেত্রী, জিজিএসের সদস্য, ইয়ুথ ইউনিটের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্টের সকল ধরনের কর্ম-কৌশল নিয়ে আলোচনা ও আগামী পাঁচ বছর দি হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে ইউনিয়নে যে সকল কার্যক্রম করা হবে তার বিস্তারিত আলোচনা করা হয়।