জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে সহোদর ভাইয়ের মধ্যে সৃষ্ঠ সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি চারচারাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আনছার আলী (৫৮), তার ছেলে সেন্টু হোসেন (৩৫) ও মিন্টু হোসেন (৩২)। অপরদিকে আহত হয়েছেন আনছার আলীর বড় ভাই আজিজুল হক (৬০) ও তার ছেলে আসমত আলী (৪০)। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আনছার আলী জানান, আমার ঘরের পেছন দিয়ে একটা বেড়া দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই আজিজুল হকের সাথে কথা কাটাকাটি চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে আজিজুল হক ও তার ছেলে আসমত আলী বাঁশের লাঠি দিয়ে আমাদের পেটাতে থাকে। আমার বাম হাত ভেঙ্গে গেছে ও ছেলে স্টেুর মাথা ফেটে গেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত উপসহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) শরীফুল ইসলাম জানান, আহতরা সকলেই ভর্তি রয়েছেন। তবে আনছার আলীর হাত ভেঙ্গে যাওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
এঘটনায় উভয়পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।