মেহেরপুরের গাংনীর সাহারবাটির চারচারা বাজারে আহাম্মেদ আলী নামের এক হোমিও চিকিৎসককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। দন্ডপ্রাপ্ত আহাম্মেদ আলী সাহারবাটি গ্রামের মৃত ইয়াহিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান সাহাবাটি বাজারের সাব্বির হোমিও হলের সত্বাধিকারি আহাম্মেদ আলীর দোকানে আদালত বসিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সুত্রে জানাগেছে, সাহাবারবাটি চারচারা বাজারের মৃত ইয়াহিয়ার ছেলে আহাম্মদ আলী দির্ঘদিন যাবৎ প্রাতিষ্ঠানিক কোনো সনদপত্র না থাকায় এবং উত্তেজক ওষুধ বিক্রি ও
মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় সাব্বির হোমিও হলের সত্বাধিকারি আহাম্মদ আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মাস খানেক আগে আহাম্মদ আলীকে চিকিৎসার নামে অপচিকিৎসা করতে নিষেধ করা হলেও তিনি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারছে বিক্রি করছিল উত্তেজক ট্যাবলেট সহ নিষিদ্ধ নানা প্রকার ওষুধ।
নিজস্ব প্রতিনিধি