মেহেরপুরের গাংনীর ৫টি ইটভাটা থেকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এ অভিযান পরিচালনা করেন। সড়কে মাটি ফেলে জন দুর্ভোগ সৃষ্টি করায় এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতে গাংনী থানা সড়কে দু’টি ইটভাটার সামনের পিচঢালা সড়ক কাদায় পরিণত লক্ষ্য করেন ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধের দায়ে আস্থা বিক্সস মালিক স্বপনের কাছ থেকে ৩০ হাজার ও দোয়েল বিক্সসের মালিক রুহুল আমিনের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের অভিযান পরিচালনা কওে ভ্রাম্যমাণ আদালতের দলটি। অভিযানে একই অপরাধের দায়ে বামন্দীর বাজারে পাশে এনএএসবি ব্রিক্সের মালিক আওয়াল হোসেনের কাছ থেকে ৫০ হাজার, লিটন হোসেনের এমএসআরএফএল ব্রিক্সস থেকে ৬০ হাজার ও চঞ্চল হোসেনের বিশ্বাস ব্রিক্সস থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে বামন্দি ফায়ার সার্ভিস ইউনিট ও গাংনী থানা পুলিশ সহযোগীতা করে।
মেপ্র/ইএম