ভারতীয় অভিনেত্রীদের ওপর যেন দুর্যোগ নেমে এসেছে। কলকাতার অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই টালিউডের আরেক অভিনেত্রী বিদিশা দের মৃত্যুর খবর ভেসে আসে।
বিদিশার মৃত্যু নিয়ে কলকাতাজুড়ে চাঞ্চল্য ছড়ানোর মধ্যেই আরেক দুঃসংবাদ ভেসে এলো।অবশ্য এবার মৃত্যু নয়; অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলকাতার আরেক অভিনেত্রী অনন্যা গুহ। মিঠাই-এর ‘সিরিয়াল দাদা’র নতুন বউয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী অনন্যা।
পশ্চিমবঙ্গের বৌবাজার থেকে টালিউডের স্টুডিওপাড়ায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী অনন্যা গুহ। তার বাবাও দুর্ঘটনাকবলিত। এসপি মুখার্জি রোড দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আমচকাই একটি গাছ উল্টে এসে পড়ে তাদের ওপর।
এ ঘটনায় অনন্যার গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। গাড়ির দরজা খুলে তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা। অভিনেত্রী ও তার বাবার বড় ধরনের আঘাত লাগেনি। তবে দুর্ঘটনার জেরে অনেকটাই বিধ্বস্ত ও আতঙ্কিত হয়ে পড়েছেন অনন্যা ও তার বাবা।
এদিকে খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। তারা গাছটি কেটে সরিয়ে নিয়েছেন।
দমকল বাহিনীর ধারণা, গত শনিবারের কালবৈশাখীর দাপটে গাছের গোড়া আলগা হয়ে গিয়েছিল। আর সেটি উল্টে পড়েছে অনন্যার গাড়ির ওপর। গাড়ির ভেতরে না থাকলে বাবাসহ প্রাণ হারাতেন অনন্যা।