গুগল ক্রোম বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। মোবাইল কিংবা কম্পিউটার সব ধরনের ডিভাইসেই এই ব্রাউজার ব্যবহৃত হয়। গুগল ক্রোম দিয়ে অন্যান্য অনেক প্লাগিন বা সুবিধা ব্যবহার করা যায়। সম্প্রতি এইসব জটিলতার মধ্যে সাইবার অপরাধীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনা অহরহই ঘটছে।
ক্রোমের সুরক্ষা নিয়েও বেশকিছু গাফলতির তথ্য সম্প্রতি সামনে এসেছে। যখন থেকেই ওয়েব ব্রাউজার ব্যবহারে সতর্কতার বিষয়ে সতর্কবার্তা জারি করেছেন বিশেষজ্ঞরা। যেহেতু গুগল ক্রোম এখনো বেটা ভার্সনে আছে তাই ব্যবহারকারীদের অপেক্ষা করতে হয় আপডেটের জন্য।
ক্রোম
ই-মেইলে আসা অপরিচিত কারো লিংকে নিশ্চিত না হয়ে প্রবেশ করবেন না
তাই বলে কি হ্যাকার থেকে বাঁচার উপায় নেই? আছে তো অবশ্যই। নিজের নিরাপত্তা নিশ্চিতে যা করতে পারেন:
ব্রাউজার নিয়মিত রিফ্রেশ করবেন। এছাড়াও ব্রাউজারের কুকি কিছুক্ষণ পরপর পরিষ্কার করুন।
ক্রোম ব্রাউজার নিয়মিত আপডেট দিন। এতে পূর্ববর্তী ভার্সনের বাগগুলো ঠিক হয়ে যাবে।
গুগল ক্রোমে পাসওয়ার্ড সংরক্ষণের সুযোগ থাকলেও করবেন না।
ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে যেকোনো লিংকে ঢুকবেন না। হ্যাকারদের পাতা ফাঁদ হতে পারে।
পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না। অনিরাপদ নেটওয়ার্কের জন্যেও ডিভাইস হ্যাক হতে পারে।
কম্পিউটারে এন্টিভাইরাস ইন্সটল করুন।
ই-মেইলে আসা অপরিচিত কারো লিংকে নিশ্চিত না হয়ে প্রবেশ করবেন না।