বহুল আলোড়ন তুলে অবশেষে গুগল বার্ডে জেমিনি চ্যাটবট যুক্ত হয়েছে। বার্ড চ্যাটবটের ভেতর এখন জেমিনি এআই প্রো সংযুক্ত রয়েছে।
পিক্সেল এইট প্রোতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সাজেস্টেড টেক্সট রিপ্লাই রয়েছে। হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাঠাতে পারবেন এখন সহজেই। ভবিষ্যতে জিবোর্ডেও এই ফিচার যুক্ত হবে বলে জানা গেছে।
নাম প্রো হলেও জেমিনি প্রো বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফোনের ব্রাউজারে গিয়ে গুগল বার্ডে যান। আপনার বার্ড অ্যাকাউন্ট না থাকলে এই সুবিধা ব্যবহার করতে পারবেন না। জেমিনি আপনাকে পুরোনো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করতে দেবে। কিন্তু জিপিটি-৪ ব্যবহার করতে হলে আপনায় সাবস্ক্রিপশন নিতে হবে।
২০২৪ সালে গুগল জেমিনি আলট্রা চালু করবে জেমিনি আল্ট্রা চালু হলে সাবস্ক্রিপশন নিতে হবে। গুগল জানিয়েছে আল্ট্রাই সবচেয়ে ক্ষমতাধর মডেল। এখনও এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
সূত্র: ইত্তেফাক