মার্কিন সার্জ জায়ান্ট গুগল ওয়ার্কস্পেসে আর থাকবে না হ্যাংআউট মেসেজিং সেবা। এর বিপরীতে আসছে গুগল চ্যাট। চলতি মাস থেকে চ্যাটিং অ্যাপ্লিকেশনে এ পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।
২২ মার্চ থেকে জিমেইলে ‘হ্যাংআউট’ মেসেজিং সেবা বা ফোনের পুরোনো ‘হ্যাংআউট মোবাইল অ্যাপ’ ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের সরাসরি গুগল চ্যাটে নিয়ে যাওয়া হবে। খবর দ্য ভার্জ। গুগল হ্যাংআউট থেকে গুগল চ্যাটে স্থানান্তর গুগলের ক্রমাগত মেসেজিং সেবা উন্নয়ন চেষ্টারই অংশ।
২০২০ সালের জুনে হ্যাংআউট থেকে গুগল চ্যাটে সরে আসার প্রকল্পটি শুরু হয়েছিল। জিমেইলের সঙ্গে সমন্বিত মেসেজিং সেবাকেই গুরুত্ব দিচ্ছে গুগল। হ্যাংআউটে রয়ে যাওয়া আলাপচারিতা বা ‘চ্যাট হিস্ট্রি’ সরাসরি গুগল চ্যাটে স্থানান্তর হবে। তবে ‘হ্যাংআউটস ডটগুগল ডটকম’ ডোমেইনটি চালু থাকবে বলে জানিয়েছে গুগল। আপাতত এ পরিবর্তনের প্রভাব কেবল গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক এবং বাণিজ্যিক ক্রেতাদের ওপর পড়বে বলে জানিয়েছে ভার্জ।