সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব। দেশের কিছু বড় তারকাও এই মৃত্যুর সংবাদ না জেনেই ফেসবুকে শেয়ার করেন। যার ফলে দ্রুতই ছড়িয়ে পড়ে কণ্ঠশিল্পীর মৃত্যুর সংবাদ। এছাড়াও কিছু ওয়েবসাইটও এ সকল শোবিজ তারকাদের বরাত দিয়ে মৃত্যুর সংবাদ প্রচার করে ফেলেছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। তিনি গণমাধ্যমকে বলেন, ‘একজন জীবিত মানুষকে কেন এভাবে মেরে ফেলা হয়, কেন ফেসবুকে এসব মিথ্যা সংবাদ ছড়ানো হয়? একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কার আগে মৃত্যুর সংবাদটা দিতে পারে। ফেসবুকে ভিউ বা লাইক বাড়ানোর এই প্রতিযোগিতা মোটেও ভালো নয়।’
হানিফ সংকেত বলেন, ‘এর আগে এটিএম শামসুজ্জামানের মৃত্যু সংবাদ একাধিকবার ছড়ানো হয়েছে। আলি আকবর রুপুকে নিয়ে হয়েছিল, কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে? এন্ড্রু কিশোরের সাথে আমার যোগাযোগ রয়েছে। ঢাকা যখন আসছিল আমার সাথে যোগাযোগ ছিল। যাই হোক, এখন তার শরীরের অবস্থা খারাপ। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তিনি সঙ্কটাপন্ন, তাই বলে জীবিত মানুষকে মেরে ফেলা কাম্য নয়। আগে যে অবস্থায় এসেছিলেন, এখন তারচেয়েও খারাপ।’
সকলের প্রতি অনুরোধ জানিয়ে হানিফ সংকেত বলেন, ‘প্লিজ কেউ গুজব ছড়াবেন না। তারচেয়ে আসুন আমরা এই মহান শিল্পীর জন্য প্রার্থনা করি। এটা এখন তাঁর পরিবারেরও চাওয়া, আমরা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছি তাদেরও চাওয়া।’
সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন মাত্র ক’দিন আগে। ক্যান্সারের সাথে লড়াই করে সুস্থ হয়ে দেশে ফেরার পরেও যেন পুরোপুরিও সুস্থ হতে পারেননি। তাঁর অবস্থা এখনসঙ্কটাপন্ন। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে, দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের খালাতো ভাই রেমন্ড তপু। সূত্র-বাংলাদেশ প্রতিদিন