ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজকে সাবলম্বী করতে,যুবক, যুবতি,ছাত্র ছাত্রীদের আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে গুডনেইবার্স বাংলাদেশ। তারই পরিপ্রেক্ষিতে মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর উদ্যোগে আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
সনদ বিতরণ উপলক্ষে রবিবার বিকেলে গুডনেইবার্স মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুডনেইবার্স এর আইপি অফিসার ঝরনা খাতুন এর সঞ্চালনায় এবং গুডনেইবার্স মেহেরপুর সিডিপি এর ম্যানাজার লিংকন রায় এর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য বাবুল মল্লিক,গুডনেইবার্স এর মহিলা সুপ্রতিবেশী সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন।
অনুষ্ঠানে গুডনেইবার্স এর বাংলাদেশ আইসিটি এডুকেশন প্রজেক্ট এর মাধ্যমে তিন মাস আইসিটি প্রশিক্ষণ শেষে ২য় ব্যাচের ৪৪ জন প্রশিক্ষণর্থীকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরকারী সার্টিফিকেট প্রদান করা হয়।