ভারতীয় নদীয়া জেলার পশ্চিমবঙ্গে গেদেয় সেক্টর পর্যায়ে বিজিবি- বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১২ টায় ভারতীয় গেদে বিএসএফ ক্যাম্পে সেক্টর পর্যায়ে দুদেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি’র কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মহি উদ্দিন মোঃ জাবেদ,চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেঃ কর্নেল শাহ মোঃ ইশতিয়াক আহম্মেদ,যশোর ৪৯ ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত কর্নেল মোঃসেলিম উদদোজা,কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত কর্নেল আবু সাইদ,মেহেদী হাসান,ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার শ্রী সন্জয় কুমার,কোম্পানী কমান্ডার শ্রী প্রিতাব শিং,দেশ রাজ শিং,কোম্পানী কমান্ডার শ্রী সন্জয় প্রসাদ,ব্যাটেলিয়ন কমান্ডার সুরেশ কুমার,ভারতীয় ২১ ব্যাটেলিয়নের ভিজয় কুমার।
দুদেশের মধ্যে প্রায় ৫ ঘন্টা এ বৈঠক চলে।দু দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সীমান্তে চোরাচালান মানষ হত্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে এ রদ্ধধার বৈঠক অনুষ্ঠিত হয়।