নির্ঘুম নিশাচর, ধুকপুক চারিধার
শুনশান নীরবতা, নিশ্চুপ দ্বিপ্রহর।
তোলে বেশ আলোড়ন,আলোড়িত প্রতিক্ষণ
চন্দ্রিমা আলোছায়ার আলোকিত বিকিরণ।
ঝিরিঝিরি হু-সমীরণ, শিহরিত শিহরণ
দোলে দূর কাশবন, সফেদ স্রোতের বিচরণ।
হাসনাহেনার মিষ্টি সুবাস, বিবশ সন্তরণ
ঝিঝিপোকার ঝিঁঝিঁ কোরাস,জুড়ায় তনু-মন।
কোলাব্যাঙ,ঘ্যাঙ ঘ্যাঙ নেয়ে রোজ বর্ষায়
বুনো শেয়াল, বেখেয়াল হুক্কাহুয়া তমিশায়।
ধুপধাপ টিপটাপ,জোনাকির বিচ্ছরণ
হীতে চতুর, পথকুকুর ঘেউঘেউ কিছুক্ষণ।
নাকবোঁচা, গোমড়া পেঁচা হেঁকে যায় কুহুরব,
গাঙ বেয়ে, নাও ধেয়ে বৈঠার ধুপধাপ।
নিশাচর, রাতভর লভি নিশিকান্ত বৈভব
ঘুমহীন নিশিযাপন, নিশি সনে গড়ি ভাব।
আয় ঘুম, নিজ্ঝুম নিশ্চুপ নিরালায়
প্রাত-রবি আঁকে ছবি,পূবালী ঐ জানালায়!