চন্দ্র সূর্যের মহার্তক
বেশি কার শক্তি
তর্কের মাঝে দেখাচ্ছিল
যার যত যুক্তি!
সূর্যমামা বলছে রেগে
আমার বহু তেজ
রুদ্র একটু বেশি দিলে
গুটায় সবাই লেজ!
মুচকি হেসে বলে চন্দ্র
শোন রে সূর্য শোন
উল্টাপাল্টা বকিস না রে
থামা গলার টোন!
আমি হলাম প্রেমের জ্যোতি
সবাই আমায় পুঁজে
উপমাতে প্রেমিক যুগল
আমায় শুধু খুঁজে।
সূর্যমামা চুপষে যাওয়ায়
লাগল না আর প্রমাণ
রেষারেষি ভুলে গিয়ে
তারা সমান সমান।