ঘুম নেই রাত্রি গভীর চাঁদের আলো
পাখির শব্দে ভাবনা এলোমেলো..
ফুলের গন্ধ যায় ভেসে যায় দূরে
ঝিঁঝি পোকার শব্দ আসে সুরে।
কোথাও কোথাও তিলাঘুঘু ডাকে
ইমলিপাতার ফাঁকে বসে ফাঁকে..
মনের কানে শুনে এবং ভেবে
ঘুমে যেতে চেষ্টার প্রদীপ নেবে।
ঘুমহীন যেন চোখ দু’টো টলটলে
অদৃশ্য থেকে কে যে- যায় বলে..
বাইরে চলে আয় দেখে যা নীলে
পূর্ণিমার চাঁদ আলো ছড়ায় ঝিলে।