অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দ্যেশ্যে মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম বলেন আপনাদের চাকুরী জীবনের অভিজ্ঞতা সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও খারাপ নির্মূলে কাজে লাগাতে হবে। অবসরের দিনগুলি ভাল কাজের সাথে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা ব্যক্তি জীবনের কোনো সমস্যায় পড়লে সরাসরি পুলিশ সুপারকে জানানোরও অনুরোধ করেন তিনি।
মেহেরপুরে রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে নিবন্ধন সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: রাফিউল আলম।
আজ সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার সময় নতুন শেখপাড়া এলাকায় সংস্থার কার্যালয়ে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি দেওলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নিবন্ধন সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, শহর সমাজ কার্যালয়ের সোহেল মাহমুদ, সাবেক পুলিশ পরিদর্শক আব্দুল জলিল, মেহেরপুর পৌর সভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব।
বিন্ধন সনদ বিতরণ অনুষ্ঠানে পুলিশ বিভাগ থেকে অবসরে যাওয়া পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।