মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে প্রেমের টানে চাচিকে নিয়ে উধাও হয়েছে ভাতিজা ওয়ায়েস কুরুনী।
গত মঙ্গলবার তারা উধাও হয়েছে । এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হযেছে। ওয়ায়েস কুরুনী উপজেলার চেংগাড়া মাদ্রসার শিক্ষার্থী। চাচি কাতার প্রবাসী রেজাউলের স্ত্রী।
জানা গেছে, প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষার্থী ওয়াঢেস কুরুনীর দির্ঘদিন ধরে মন দেওয়া নেওয়া চলে। মাস খানেক আগে রেজাউল বাড়ি ফিরে এসে বিষযটি বূঝতে পেরে তার স্ত্রীকে শাষনের মধ্যে রাখার চেষ্টা করে। শাষন বারণ মানতে না পেরে প্রেমিক ভাতিজার সাথে ঘর ছেড়েছে।
-গাংনী প্রতিনিধি