চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্বের পাশাপাশি কাজ করে যাচ্ছেন সমাজের সকল প্রকার অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তারই ধারাবাহিকতায় ও
পুলিশ সুপারের তৎপরতায় স্বাভাবিক জীবনে ফেরার শপথ করলেন ০২ (দুই) মাদক ব্যবসায়ী ওহিদুল ইসলাম ও চাঁন মিয়া।
ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। যার প্রেক্ষিতে দেশ ব্যাপী বাংলাদেশ পুলিশ মাদক নির্মূলে নানামুখী তৎপরতা শুরু করেছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা কোণঠাসা হয়ে পড়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভান্ডরদহ গ্রামের আব্দুল ওহাবের পুত্র মো: ওহিদুল ইসলাম এবং আয়নালের পুত্র চাঁন মিয়াদ্বয় পুলিশি মাদক বিরোধী তৎপরতায় মাদক ব্যবসা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসর্মপণ করার সিদ্ধান্ত নেন।
শনিবার বেলা সাড়ে এগারোটার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে আর কখনো মাদক ব্যবসা না করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ করেন ওহিদুল ইসলাম ও চাঁন মিয়া
এসময় পুলিশ সুপার চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। বিধায় আসন্ন বিপদ আসার পূর্বেই সকল মাদক ব্যবসায়ীকে আত্মউপলদ্ধি থেকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহব্বান জানান।