চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর-মুন্সিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে রবিউল ইসলাম (৪১) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত রবিউল দামুরহুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত ফয়জুল ইসলামের ছেলে। এ নিয়ে ২ সপ্তাহের ব্যবধানে দুইটি সীমান্ত হত্যার ঘটনা ঘটলো।
বুধবার ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর-মুন্সিপুর সীমান্তের ৯০/৯১ পিলারের মাঝামাঝি স্থানে তিনি গুলিবিদ্ধ হন।
বিজিবি’র মুন্সিপুর কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিএসএফের গুলিতে রবিউল নিহত হন। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে সকালে পত্র পাঠানো হয়। পত্র পেয়ে বিএসএফ বৃহস্পতিবার দুপুর একটা ২০ মিনিটের সময় ঠাকুরপুর সীমান্তে ৯১ মেইন পিলারের সন্নিকটে বিজিবি-বিএসএফ এক পতাকা বৈঠকে মিলিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ রবিউলের নিহতর কথা শিকার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে রবিউলের মরদেহ ফেরত দেওয়া হবে।’
এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্তে বিএসএফের গুলিতে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নিহত হন।