চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমমপুর ইউনিয়নের দর্শনা থানার যদুপুর গ্রামে গর্তের পানিতে পড়ে মিতু নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা গেছে আজ ০৬,আগষ্ট শুক্রবার সকাল ১১ টার দিকে বেগমপুর যদু পুর গ্রামের মায়ের অসাবধানবশত ১৮ মাস বয়সী মিতু বাড়ির পাশে গর্তের পানিতে পড়ে তার করুন মৃত্য হয়। পারিবারিক সৃত্রে জানাগেছে বেগমপুর ইউনিয়ের দর্শনা থানার যদুপুর গ্রামের পশ্চিম পাড়ার জুয়েলের মেয়ে মিতুি ১৮ মাস বয়সী কন্যা শিশু ঘরে খেলতে খেলেতে কখন মায়ের অজান্তে নেমে যায়। মা খেয়াল না করায় বাড়ির পাশে গর্তের পানিতে পড়ে যায়। পরে খোজাখুুজি করলে দেখে গর্তের ভিতর ডুবে পড়ে আছে। সাথে সাথে মিতুর পানির ভিতর তুলে দেখে সে মরে গেছে।এ ঘটনায় শিশুর পিতা মাতা প্রায় প্রলোপ হয়ে গেছে এবং এলাকায় নেমে এসেছে শোকের মাতম।