১৪ বছর আগে ট্রেন থেকে চুরি হয়ে যাওয়া মানিব্যাগ অবশেষে ফেরত পেয়েছেন ভারতীয় এক নাগরিক।
জানা গেছে, ২০০৬ সালে ট্রেনে ভ্রমণের সময় ভারতের ব্যস্ত নগরী মুম্বাই শহর থেকে হেমন্ত পাডালকার নামের এক ব্যক্তির মানিব্যাগ চুরি হয়ে যায়।
সম্প্রতি পুলিশ ওই ব্যক্তিকে জানায়, তার মানিব্যাগটি খুঁজে পাওয়া গেছে।
পুলিশের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২০০৬ সালে লোকাল ট্রেনে ভ্রমণের সময় মানিব্যাগ হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। পরে মানিব্যাগটি খুঁজে পাওয়া যায়। কিন্তু অভিযোগকারীর সন্ধান না পাওয়ায় তাকে সেটা দেয়া সম্ভব হয়নি। এখন তার অবস্থান জানতে পেরে মানিব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাসি রেলওয়ে পুলিশ স্টেশন কর্মকর্তা বিষ্ণু বলেন, মানিব্যাগ হারানোর পর হেমন্ত পাডালকার থানায় অভিযোগ করেছিলেন। ওই সময়ই মানিব্যাগসহ অভিযুক্তকে আটক করা হয়। কিন্তু অভিযোগকারী ব্যক্তিকে তার ঠিকানায় খুঁজে না পাওয়ায় মানিব্যাগটি দেয়া সম্ভব হয়নি। কিন্তু সম্প্রতি তাকে খুঁজে পাওয়ায় সেটি ফেরত দেয়া হয়েছে।
সূত্র-যুগান্তর